
গত ২৮ আগষ্ট নীলফামারী জেলার চিলাহাটি জামেউল উলুম ফাজিল ( বিএ ) মাদরাসা
প্রিন্সিপালের কাছে ৮ দফা দাবী পেশ
ছাত্র ছাত্রীদের প্রতিনিধিরা তাদের দাবি দাবার বিষয়গুলো প্রিন্সিপালের কক্ষে গিয়ে অত্যন্ত শালীন ভাবে পড়ে শোনান এবং তাদের বক্তব্যে বলেন এসব দাবি নিয়ে ইতিপূর্বে একাধিকবার কতৃপক্ষের কাছে বিভিন্ন ব্যাচের ছাত্র ছাত্রীরা এসেছিলেন কতৃপক্ষ বিষয়গুলোতে কোনরকম গুরুত্ব দেখান নি । বর্তমানে তারই ধারাবাহিকতায় আমরা আবারো ৮ টি দাবি নিয়ে হাজির হয়েছি মাদ্রাসাটি চিলাহাটির একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সরকারি অনুদান ছাড়াও মাদ্রাসার ভবনের ছাদে দুই দুইটি কোম্পানির টাওয়ার বসিয়ে দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানে ভাড়া গ্ৰহন করে আসছে এছাড়া মাদ্রাসার নিজস্ব প্রায় ৪২ বিঘা সম্পত্তি রয়েছে এবং মাদ্রাসার সামনে একটি মাদ্রাসা মার্কেট নামে কয়েকটি দোকান রয়েছে। ছাত্র প্রতিনিধিরা বলেন এসব উৎস থেকে প্রায় বাৎসরিক ৮ লক্ষাধিক টাকার অধিক অর্থ প্রতিষ্ঠানে যোগ হওয়ার কথা কিন্তু আমরা এই টাকাগুলোর কোন হুদিস খুঁজে পাই না এখানে মাদ্রাসা উন্নয়নকল্পে সংস্কারের জন্য যদি কোন দাবিদাবা আমরা নিয়ে আসি প্রিন্সিপাল এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় যে মাদ্রাসায় কোন ফান্ড নেই সত্যিকার অর্থে এই অর্থগুলো যায় কোথায় মাদ্রাসার পাঠদান কক্ষগুলো বেহাল অবস্থা বিদ্যুতায়নের কোন ব্যবস্থা নেই প্রচন্ড তাপদাহের মধ্যে ক্লাস করতে হয় নেই একটি ভালো টিবয়েলের ব্যবস্থা নেই একটি নিজস্ব ক্যান্টিনের ব্যবস্থা। যেখানে এত অর্থ সমর্থ থাকার পরেও প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অত্যন্ত নাজুক অবস্থানে বিরাজ করছে। আমরা এই প্রতিষ্ঠান বেহাল দৈন্যদশার কথা বিভিন্ন মহলে বিভিন্ন স্থানে পথে ঘাটে জানতে পারি যে ,দীর্ঘ সময় ধরে দাতাদের দান করা জমির কোনো রকম সুষ্ঠু নিরীক্ষা ছাড়াই স্বেচ্ছাচারিতা ভাবে প্রতিষ্ঠানের সিংহভাগ জমি ব্যক্তিগত প্রয়োজনে বন্ধক রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
প্রতিষ্ঠানটির আওতাধীন দোকানগুলো থেকে বিনা রশিদে ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে.
প্রতিষ্ঠানটির আর্থিক হিসাব নিকাশের ক্ষেত্রেও চরম অসংগতি আছে বলে জানা যায়…..
বোর্ড কতৃক নির্ধারিত রেজিষ্ট্রেশন এবং ফরম ফিলাপ এর ক্ষেত্রে প্রায় তিনগুন অর্থ আদায় করা হয় বলে অভিযোগ দীর্ঘদিনের
চিলাহাটি ফাযিল মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ সত্বেও তিনি এতদিন কি কারণ কিসের বলে চেয়ার দখলে রেখেছেন তা আমাদের বোধগম্য নয়। আমরা ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে প্রকাশ্যে বলতে চাই আমাদের ৮ টি উল্লেখিত দাবি বাস্তবায়ন সহ সার্বিক বিষয়গুলো অনতিবিলম্বে যদি ছাত্র-ছাত্রী সহ স্থানীয় অভিভাবক এবং সুধীজনের সামনে স্বচ্ছতার প্রকাশ না ঘটায় আগামীতে আমরা এগুলোকে নিয়ে প্রিন্সিপাল পদত্যাগ জন্য এক দফা দাবিতে অনড় থাকব বলে হুশিয়ারি দিচ্ছি।
চিলাহাটি ফাযিল মাদ্রাসার অনিয়মের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ