বন্যার্তদের পাশে প্রাণিসম্পদ মাঠ সহকারী ঐক্য পরিষদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ । ৫:১৭ অপরাহ্ণ

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন প্রাণিসম্পদ মাঠ সহকারী ঐক্য পরিষদ। প্রাণিসম্পদ অধিদপ্তরের ” প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” এর আওতায় মাঠ সহকারী (এলএফএ) ঐক্য পরিষদের উদ্যোগে ফেনী জেলাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার মাঠ সহকারীদের একদিনের বেতনের টাকা দিয়ে ত্রাণ সামগ্রী ও গবাদি পশুর খাদ্য বিতরন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক এর নির্দেশে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তারা। ত্রাণ সামগ্রী হিসেবে ছিল চাল,ডাল,তেল,লবন,আলু,শুকনা মরিচ,পেয়াজ,ঔষধ, স্যালাইন, ম্যাচ বক্স ও খাবার পানি এবং গো-খাদ্য ভূষি ও ফিড। এ সময় ফেনী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলাম খোকন ও বৈষম্য বিরোধী প্রাণিসম্পদ মাঠ সহকারী ঐক্য পরিষদের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন