নন্দীগ্রামে জামায়াতে ইসলামের যুব ইউনিয়ন কমিটি গঠন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ । ৫:২৫ অপরাহ্ণ

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং বুড়ইল ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগষ্ট ) সকালে ১নং বুড়ইল ইউনিয়নের ধুন্দার স্কুল পাড়া জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ১নং বুড়ইল ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা যুব শাখার সংগ্রামী সভাপতি আবুজার গিফারী (ফটিক)।

এ সময় ২০২৪ সালের বাকি সেশনে বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ নন্দীগ্রাম ১নং বুড়ইল ইউনিয়নে যারা দায়িত্ব পালন করবেন তাদের নাম ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে আশরাফ আলীকে সভাপতি, ফেরদৌস আলমকে সেক্রেটারী ও জিন্নাত আলীকে প্রচার সম্পাদক করা হয়। সভায় ২০২৪ সাল পর্যন্ত উক্ত কমিটি কার্যক্রম পরিচালনা করবেন বলে জানানো হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন