নবীগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ । ১০:০১ অপরাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বরহমপুর এলাকায় ৫০ এর অধিক পরিবারের মধ্যে চিড়া,চিনি,মুড়ি,বিস্কুট, পানি, সেলাইন, নাপা শুকনো খাবার ও সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ আগষ্ট) দুপুর ০৩:০০ ঘটিকা থেকে সন্ধা পর্যন্ত বন্যাকবলিত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগীতা করা এবং চলমান বন্যা মোকাবেলায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বরহমপুর এলাকার বন্যাকবলিত পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চয়ন বারুই, স্বপন রবি দাস, রিপন মন্ডল, শেখর, গ্রাম পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এটি ছিলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যা কবলিত বান্যাভাসি মানুষের জন্য ১ম ধাপের কর্মসূচি।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন