
বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গালাপট্রি সংগঠনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন মালিক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি মতলেবুর রহমান রাতুল,
সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। সংগঠনের দপ্তর সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল পূর্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাফুজার রহমান, সাধারণ সম্পাদক আঃ হাই রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ সভাপতি নুরু আলম,হাসান আলী,সহ সাধারণ সম্পাদক রাজ মাহমুদ কাওসার, লিমন হোসেন, সাংগঠনিক সম্পাদক সেলিম সরদার, সহ সাংগঠনিক হযরত আলী, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন নেতা ফয়সাল, শাফেল, রাসেল,মামুন আইয়ুব রাজসহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
দেশ ও জাতির সুখ সমৃদ্ধি এবং মৃত শ্রমিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ আবু বাশার। অনুষ্ঠানে মৃত ও অসুস্থ্য শ্রমিক এবং কন্যা বিবাহ শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।