
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদমহলে জাতীয়তাবাদি দল বিএনপির দলীয় কার্যালয় ফিতা কেটে শুভ উদ্বোধন ও শান্তি সমাবেশ হয়েছে (৩০ আগস্ট) শুক্রবার বিকাল ৫ টায়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান।
এ উপলক্ষে বিএনপির প্রবীণ নেতা ফজলুল হক মেম্বারের সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা সবুজ মিয়া, নজরুল ইসলাম খান, সাবেক মেম্বার মানিক, সাবেক মেম্বার আলাউদ্দিন ধনু, মোঃ আপেল, ও জেলা দক্ষিণ যুবদলের স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক খলিল খান, পাগলা থানা যুবদল নেতা রাসেল সরকার,
পাগলা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ইবনে আজাহার মাহমুদ, পাগলা থানা কৃষকদলের সদস্য সচিব হাসান, পাগলা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম সেলিম, ছাত্রদল নেতা ইয়াহিয়া খান, স্বেচ্ছাসেবক দল নেতা এম রুবেলসহ হাজারো নেতা-কর্মী প্রমুখ।
উদ্বোধন ও সমাবেশ শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।