নলছিটির কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকের পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:২৮ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাকিল হাওলাদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ স্থগিত করা হয়েছে।

শনিবার রাতে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী স্বাক্ষরিত এক চিঠিতে তার দলীয় সব পদ স্থগিত করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ‍‍দলীয় নির্দেশনা উপেক্ষা ও শৃঙ্খলা ভঙ্গ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং বিরুদ্ধে অবস্থান করায় আপনার কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের আদেশ প্রদান করা হইলো।‍‍

উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল জানান, কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় থাকায় কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাকিল হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন