সুন্দরগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ রিয়াদ হাসান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:৪৭ অপরাহ্ণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টার দিকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় দলীয় কার্যালয়ে। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ।

বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান প্রমাণিক ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন প্রমূখ। শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর বিএনপিসহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন