দুলালপুর ইমাম পরিষদের উদ্যোগে ত্রাণ সামুগ্রী নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে

আবুনাঈম রিপন :
প্রকাশের সময়: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ । ১:৫৪ পূর্বাহ্ণ

নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন ইমাম পরিষদ এর উদ্যোগে, দুলালপুর মোর জামে মাসজিদের ইমাম,ও ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মো:হাফিজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ১ইং সেপ্টেম্বর রবিবার রাত ১০. ২০ মিনিটে,২৫ সদস্যের একটি টিম,১৫১ প্যাকেট
ত্রাণ সামগ্ৰী নিয়ে বাস যোগে,

কুমিল্লার জেলার মনোহরগঞ্জ থানা এলাকায় এই ত্রাণ বিতরণ করবেন, এবং অসহায় মানুষ জনকে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান,ইমাম পরিষদ এর সদস্য। প্রতি প্যাকেট ১২শত টাকা, হিসাবে ১৫১ প্যাকেট ত্রাণ বিতরণ করবেন বলে জানা যায়।

রওয়ানার দেওয়ার প্রক্কালে, দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, দুলালপুর মোর ব্যাবসায়ী সংগঠনের সভাপতি, শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক,ও ডিসিসিআই মেম্বার,আবুনাঈম রিপন, ইমাম পরিষদের সাধারন সম্পাদক, হাফেজ মৌওলানা, মাসুদুর রহমান ভূইয়া, প্রধান উপদেস্টা, হাফেজ মৌওলানা হাবিবুর রহমান, অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ আহসান হাবীব প্রমুখ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন