মদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের”শহীদি মার্চ পালিত

নেত্রকোণা-মদন প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:১৬ অপরাহ্ণ

ছাত্র-জনতার আন্দোলনের আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির এক-মাস পূর্ন হলো আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার। এ-উপলক্ষে পুলিশের গুলিতে নিহত শহীদের স্মরণে আজ”শহীদি মার্চ”কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র- ছাত্রীরা।বিভিন্ন স্রোগানে স্রোগানে রাজ পথে’শহীদি মার্চ” পালন করে ছাত্র-জনতা।

বর্ণাঢ্য শোভাযাত্রার মদন হাজী আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আজারুল ইসলাম হিরু,মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল,উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রবিউল ইসলাম, তানবির আহম্মদ তামিম, কামরুজ্জামান,লালন, আব্দুল বারী হিরা, সাঈদ বিন ফজল,সাইমুন আকন্দ লিমন, প্রমুখ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন