ভোলায় মাদক মুক্ত এলাকার দাবিতে স্থানীয় সচেতন এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ । ১১:০৫ পূর্বাহ্ণ

ভোলায় মাদক মুক্ত গ্রাম ও এলাকার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন বাসিন্দারা। প্রায় ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী ও নানান শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন ।

০৮ সেপ্টেম্বর ২০২৪ রবিবার দুপুর ১২ টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মুন্সিচর গ্রামে এই মানববন্ধন পালিত হয়।

এসময় মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জানান, গত কয়েক বছর ধরে এই এলাকায় মাদকের সরবারাহ ও মাদক সেবীর সংখ্যা বেড়ে গেছে। আর মাদকের সাথে জড়িয়ে পরেছেন কিশোর থেকে শুরু করে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ।

মাদক সেবি ও ব্যবসায়ীদের কারণে এলাকায় রাতে মানুষের চলাচলে ভয় পেতেন। ভোলার শহর থেকে মুন্সিরচর গ্রামে যাতায়াত ব্যবস্থা তেমন ভালো না হওয়ায় পুলিশ প্রশাসনেরও তেমন যাতায়াত ছিলো না।

কিন্তু গত ৫ আগস্টের পর কিছু মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও এখন রয়েছেন কয়েকজন। তাই মুন্সিরচর গ্রামকে মাদক মুক্ত রাখার জন্য প্রশাসকের হস্থক্ষেপ কামনা করেন তারা। এসময় বক্তব্য রাখেন, এলাকাবাসীর সচেতন নাগরিকরা।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন