
বগুড়ায় বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মোঃ আসলাম খাঁন। একই সাথে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বজলুর রশিদ।
গতকাল রবিবার দুপুরে সংগঠনের সভাপতি মোঃ মঞ্জুরুল হক মঞ্জু স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটির সভাপতি মোঃ মঞ্জুরুল হক মঞ্জু ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেয়া হয়।
এখন থেকে সংগঠন পরিচালনা করবেন ভারপ্রাপ্ত সভাপতি আসলাম খাঁন। পরবর্তীতে মোঃ মঞ্জুরুল হক মঞ্জু আবারো সভাপতির দায়িত্ব গ্রহন করবেন।
এতে আরো বলা হয়, সংগঠনে একই সাথে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বজলুর রশিদ।