
দিনাজপুর বাস মালিক সমিতির ডাকা বাস ধর্মঘট চলছে সকাল থেকেই এতে করে সাধারণ যাত্রীরা পড়েছে বিপাকে। গত ৪ সেপ্টেম্বর দিনাজপুর পৌরসভার প্রশাসন,বাস মালিক সমিতি ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দিনাজপুর শহরতলী থেকে বাস কাউন্টারগুলো সরিয়ে অন্য স্থানে করার প্রসঙ্গে আলোচনা হয়।
আজ ৯ সেপ্টেম্বর ২০২৪ ইং সোমবার দিনাজপুর শহরের কালিতলা স্থানের সকল বাস কাউন্টার বন্ধ রয়েছে। এ বিষয়ে নাবিল কাউন্টারের সুপারভাইজার রাব্বি জানান গতকাল সন্ধ্যায় কিছু ছাত্র এসে দূরপাল্লার বাস চলাচলে বন্ধ করতে বলে। তাই আমরা সকাল থেকে কাউন্টার গুলো বন্ধ রেখেছি।
এ বিষয়ে টিকিট কাটতে আশা শিমুু জানান, আমার স্বামী ঢাকায় রয়েছে। আমি টিকিট কাটতে এসে দেখছি বন্ধ। আমার ঢাকায় যাওয়াটা খুবই জরুরী।
যাত্রী সুমন জানান, “আমার বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরীর পরীক্ষা রয়েছে। এখানে এসে দেখছি বাস কাউন্টার গুলোতে তালা ঝুলছে। ঢাকা যাওয়ার কোন ব্যবস্থা নেই। এই মহুতে ট্রেনের টিকিট পাওয়া যাবে না। আমার আর পরিক্ষা দেওয়া হল না”।
এ বিষয়ে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাব্বী কে ফোন দিলে ফোন কেটে দেন। বৈষম্যবিরোধী আন্দোলনের আবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে বসা হবে।