মদনে প্রাথমিক মহা-পরিচালকের অপসারণের দাবীতে মানববন্ধন

আলী আজগর (পনির) নেত্রকোণা-প্রতিনিধিঃ
প্রকাশের সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:২৬ অপরাহ্ণ

নেত্রকোণা মদনে প্রাথমিক অধিদপ্তরের মহা- পরিচালক আব্দুস সামাদের অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় হয়েছে।
বুধবার (১১সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের সামনে সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন উপজেলা শিক্ষা অফিসে কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, হাসন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক,গোবিন্দশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস মিয়া,বারবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, রত্নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাহিল হোসেন,বক্তরা বলেন,সদ্য বিদায়ী স্বৈরশাসকের আমলে নিয়োগ প্রাপ্ত কর্তৃত্ববাদী আচরণের প্রতিভূ স্যাডিস্ট মিথ্যাবাদী মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই মুহূর্তে “অপসারণ চাই ”।

এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, তারেক সালাউদ্দিন,মদন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন উজ্জ্বল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন