পঞ্চগড় সাতমেড়ায় মাদকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের র‍্যালী

মোঃ রুবেল ইসলাম পঞ্চগড়
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ । ২:২১ অপরাহ্ণ

জেলায় সবধরনের মাদক বিক্রি বন্ধের দাবিতে র‍্যালী ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার রাত ৭ টায় পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়ার গোয়ালঝাড় বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের র‍্যালী ও বিক্ষোভ করে ।
এই মাদক বিরোধী প্রচার কর্মসূচি পালন করা হয়। র‍্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শাকিল হোসেন, আনারুল হক , জিল্লুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, মাদকের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে।
তারা বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চগড়সহ এই এলাকায় কয়েকজন ব্যাক্তি মদ গাঁজা বিক্রি করেআসছে। এছাড়া এলাকার বেশ কয়েকটি ,
চিহ্নিত স্থানে মাদক বিক্রি হয়। এতে প্রতিনিয়ত মাদকাসক্তের সংখ্যা বাড়ছে।

দ্রুত মাদক বেচা-কেনা বন্ধে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন র‍্যালী ও বিক্ষোভ কারীরা।

কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও মাদক বিরোধী বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মিরা অংশ নেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন