
গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি বাঁশ বাগান থেকে অজ্ঞাত যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাংগুরা গ্রামের আদিবাসীপাড়ার জনি মুর্মুর বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, ওই সময় আদিবাসীপাড়ার জনি মুর্মুর বাঁশ বাগানে কৃষকরা হঠাৎ করে অপরিচিত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। তার গায়ে নেভি-ব্লু রঙের টিশার্ট, গলায় গামছা ও পরনে নীল রঙের জিন্সের প্যান্ট ছিল।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে ওই স্থান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।