কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও চার্জ বিনিময়

রিপোর্টার সালমা আক্তার
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ আইনজীবী সহকারি সমিতি কুমিল্লা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার বিকালে কুমিল্লা আদালতে সংগঠনটির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান (লিটন) ,, প্রধান বক্তা মোঃ জাহাঈীর আলম ভূইয়া, সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতি কুমিল্লা, বিশেষ অতিথি ছিলেন, মোঃ মনির হোসেন পাটোয়ারী,

(এনরোলম্যান্ট সেক্রেটারি,) মোঃ এমদাদুল হোসেন, সিনিয়র সহ সভাপতি, (কেন্দ্রীয় পরিষদ) ঢাকা, মোঃ আবুল খায়ের খোকন, সহ সভাপতি, ( কেন্দ্রীয় পরিষদ) ঢাকা , মোঃ আঃ বারী সরদার বারেক (প্রধান নির্বাচন কমিশনার) আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখা ও সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু তাহের কালন, সভাপতি আইনজীবী সহকারী সমিতি, কুমিল্লা, নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোঃ হোসেন মিয়া আইনজীবী সমিতির সহকারী কুমিল্লা নবনির্বাচিত কার্যকরী কমিটি, উক্ত সভা পরিচালনা করেন মোঃ বিলাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা, সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান মজিবের সভাপতিত্বে সভার সঞ্চালন করা হয়।

উল্লেখ্য যে গত ৩১ আগষ্ট ২০২৪ তারিখে আইনজীবী সহকারি সমিতির নির্বাচনে সভাপতি নরুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ হোসেন নির্বাচিত হয়।

গতকাল দুপুরে সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করেন সদ্য নির্বাচিত ১৫সদস্য নেতাকর্মীবৃন্দ।পরে অতিথি বৃন্দ নির্বাচিত নেতৃবৃন্দ কে ফুলের মালা পরিয়ে বরন করে নেন।এবং পুরাতন কমিটি নতুন কমিটির নিকট দায়িত্ব বুজিয়ে দেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন