সেচ্ছাশ্রমে কবরস্থানের সৌন্দর্য বর্ধনে ধুবড়িয়া বাদ্রার্স

শরিফুল ইসলাম (লিমন) নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:৫১ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে সেচ্ছাশ্রমের ভিত্তিতে ধুবড়িয়া কবরস্থানের সৌন্দর্য বর্ধন করার উদ্যোগ নিয়েছে ধুবড়িয়া বাদ্রার্স। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ধুবড়িয়ার এলাকাবাসী ও তরুণ সমাজের অংশগ্রহণে কেন্দ্রীয় এই কবরস্থানের প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়।

এতে প্রাথমিক পর্যায়ে কবরস্থানের প্রায় ৩২০০ স্কয়ার ফিট চলাচল সড়ক নির্মাণ, মাটি ভরাট, বেড়া সংস্কার ও চারপাশ পরিষ্কার করা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কার্য সম্পাদন করা হয়।

ধুবড়িয়া ব্রাদার্স এর সমন্বয়ক ইয়ামিন হোসেন বলেন, আমরা ধুবড়িয়া কবরস্থানের সৌন্দর্য বর্ধন ও উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। আজ প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে।

পরবর্তীতে কবরস্থানে ইসলামিক ক্যালিগ্রাফি স্কাল্পচার নির্মাণ, গাছ রোপণ সহ অন্যান্য উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করা হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন