চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের উদ্যােগে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৩১ অপরাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের উদ্যােগে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলওয়াত ও কোটা সংষ্কার আন্দোলনসহ বিগত ১৬ বছরের আন্দোলন সংগ্রামে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত প্রার্থনা করে মতবিনিময় সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো নাছির উদ্দিন।

শনিবার বিকেলে ফালগুন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপি নেতা বেলাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও এডভোকেট মোঃ দিদার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ সোবহান, ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সালাম ড্রাইভার, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন কবির, বিএনপি নেতা খন্দকার শাহ-আলম, উপজেলা যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুবনেতা জয়নাল আবদীন, ইয়াছিন মজুমদার, জামাল উদ্দিন মোল্লা, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম শামীম হোসেন নয়ন,

যুবনেতা কাউচার প্রমুখ। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে জোর দেয়। দলকে আরও জনমুখী করার জন্য এবং ধানের শীষে ভোট আদায়ের জন্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর উপর গুরুত্বারোপ করেন।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ওসমান, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আনোয়ার, সাধারন সম্পাদক সম্রাট, স্বেচ্চাসেবক দল নেতা কাউচার আহম্মদ জনি, কাজী হান্নান, কামাল মিয়াজী, গাজী জামাল, মুহম্মদ ভূঁইয়া, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জালাল হোসেন রাব্বি, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান তুষার, ছাত্রনেতা সাজ্জাদ, হাসান, যুবনেতা ইয়াং, মামুন, নয়ন, গাজী লিটন, রাশেদ, গাজী মহিন প্রমুখ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন