
মদনে ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি পবিত্র ঈদে মীলাদুন্নবী( স) উপলক্ষে জয়পাশা শহিদ মফিজ উদ্দিন স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হযরত মুহাম্মদ ( স)মের জীবনী ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা শহিদ মফিজ উদ্দিন স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে প্রধান শিক্ষক রিনা রানী দত্তের সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম জুয়েল, সহকারী শিক্ষিকা মোছাঃ আলপনা বেগম,প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল ও আলী আজগর পনির প্রমুখ।