শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে দৌলতখানে শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৪৯ অপরাহ্ণ

শিক্ষা ভবনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ভোলার দৌলতখানে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১২ টায় দৌলতখান সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়।

এ মানববন্ধন ও কর্মবিরতিতে বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান সরকারি বালিকা উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম মনিরুল আলম, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার, সিনিয়র শিক্ষক রাহিমা আকতার, সাখাওয়াত হোসেন সোহাগ, মো. হাবিব উল্লাহ, তানিয়া পারভিন, সহকারী শিক্ষক হামিদ উল্লাহ পারভেজ, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন, কাউসার আহমেদ, হাবিবুর রহমান, জাবেদ হোসাইন, মো. মিজানুর রহমান।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন