চাঁপাইনবাবগঞ্জে নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:২২ অপরাহ্ণ

নাগরিক প্লাটফর্মের সদস্যদের নিয়ে  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।২২  সেপ্টেম্বর রোববার  সকাল  ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের হলরুমে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

আস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,নাগরিক প্লাটফর্মের সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ জোনাব আলী, ডাবলুকুমার ঘোষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাস, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সদস্য আব্দুস সালাম,চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক জমশেদ আলী।

 বক্তৃতরা বলেন আস্থা প্রকল্প যুবদের নিয়ে যে সব কর্মপরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে  সর্বাক্ত সহযোগিতা করার আশ্বাস দেন বক্তরা।

নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা বলেন এই যুব ফোরাম গুলোর দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী রেজাউল করিম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা আফসানা খাতুন,শরিফা খাতুন সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন, জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দসহ যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন