
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ইন্টার ক্লাস স্পোর্টস কার্ণিভেল-২০২৪ ক্রিকেট ইভেন্টে চূড়ান্ত খেলায় ৮ম শ্রেণীকে ৭ উইকেটে পরাজিত করে ৬ষ্ঠ শ্রেণীর কর্নফুলী শাখা চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর-২০২৪) দিনাজপুর দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ইন্টার ক্লাস স্পোর্টস কার্ণিভেল-২০২৪ ক্রিকেট ইভেন্টে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ শ্রেণীর কর্ণফুলী শাখা বনাম ৮ম শ্রেণীর মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৮ম শ্রেণীকে ৭ উইকেটে পরাজিত করে ৬ষ্ঠ শ্রেণীর কর্নফুলী শাখা চ্যাম্পিয়ন হয়েছে।
টূর্ণামেন্টে আবু বকর সিদ্দিক অভি সেরা খেলোয়াড় ও রোহান আদিব জয় সেরা বোলার এর পুরস্কার অর্জন করে।
এরপর ৯ম শ্রেণী বনাম ৮ম শ্রেণীর মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৯ম শ্রেণী ৫ রানের ব্যবধানে ১০ শ্রেণীকে পরাজিত করে। দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ইন্টার ক্লাস স্পোর্টস কার্ণিভেল-২০২৪ ক্রিকেট ইভেন্টে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর প্রতিটি শ্রেণীর ৩টি করে শাখা মোট ১৫টি টিম অংশগ্রহণ করে। দুই ভাগে বিভক্ত হয়ে পৃথক পৃথক চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলা ৬ষ্ঠ শ্রেণী কর্ণফুলী শাখা বনাম ৮ম শ্রেণী এবং ৯ম শ্রেণী বনাম ১০ শ্রেণীর মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা। এ সময় অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।