
“সুস্থ দেহে সুস্থ মন- গড়ে তুলে ক্রিয়াঙ্গন” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবল টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক মোঃ রেহাতুল ইসলাম খোকা’র সার্বিক তত্ত্বাবধায়নে নবম বারের মতো দিনাজপুর ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টে ২২ সেপ্টেম্বর রবিবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম কোয়াটার ফাইনাল ম্যাচে বিরামপুর উপজেলা দাউদপুর ফুটবল একাদশের জয়লাভ।
খেলা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও টুর্নামেন্টর প্রতিষ্ঠাতা মোঃ রেহাতুল ইসলাম খোকা। প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের সাথে পরিচিতি গ্রহন করেন এবং খেলার উদ্বোধন করেন দিনাজপুর বেসরকারী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতির ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) জেলা কমিটির সাধারণ সম্পাদক, শংকরপুর কলেজের সিনিয়র প্রভাষক মোঃ আতিকুর রহমান নিউ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেয়াজুল করিম রেজা চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ সপু আহমেদ ও সদস্য সচিব মোহাম্মদ নাসিম। কোয়াটার ফাইনাল ম্যাচে খেলতে নামেন দিনাজপুর ফুটবল একাদশ বনাম দাউদপুর ফুটবল একাদশ। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মোঃ বাবু ও আতাউর, ম্যাচ কমিশনার এসএম রাজিব। খেলার ধারভাস্কক বর্ণনা করেন এসএম রফিক। ভিডিও ধারণ করেন বীরগঞ্জ শরিফ ভিডিও। এসময় উপস্থিত ছিলেন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতি দিনাজপুর শাখার বজলুর রহমান বুলু, আতিকুর রহমান, বিশ্বজিৎ রায়, জাকিরুল ইসলাম জাকির, ফারুক হোসেন, নিতাই চন্দ্র, আকতারুজ্জামান সবুজ। খেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আপেল, রাশেদ, রেজা, আকাশ, ইমরান, বাশার প্রমুখ।
সোমবার ২৩ শে সেপ্টেম্বর বিকাল ৪টায় প্রতিদিনের মতো দ্বিতীয় কোয়াটার ফাইনালে খেলবেন পার্বতীপুর যশাই ফুটবল একাদশ বনাম চিরিরবন্দর ফুটবল একাদশ। খেলার শুরুতে ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিষ্ঠাতা মোঃ রেহাতুল ইসলাম খোকা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এবং যুব সমাজকে মাঠমুখী করতে হবে। এককালের জনপ্রিয় ফুটবল খেলাকে জাগ্রত করতে এই টুর্নামেন্ট আমি চালিয়ে যাবো।