সখিপুরে কাকড়াজান মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ হাফিজুর রহমান , বিশেষ প্রতিনিধিঃ
প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ । ৩:৪৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুরে ‘কাকড়াজান মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশন’ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার কাকড়াজান ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল-মাদ্রাসায় ফলজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী.. এবং কাকড়াজান মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এন সি নাজমুল, সম্পাদক সাদ্দাম হোসেন, উপদেষ্টা মাসুদ রানা, রাকিবুল হাসান ইমন, স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন (টাঙ্গাইল) এর প্রতিষ্ঠাতা অন্তর আহমেদ সহ সংগঠনের সদস্যবৃন্দ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জানান, আমাদের সংগঠন থেকে রক্তদানসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে কাকড়াজান ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ে সকল স্কুল-মাদ্রাসায় চারা রোপণ করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন