মদনে সেনাবাহিনীর অভিযানে ৪ মাদক সেবনকারী আটক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৩৮ অপরাহ্ণ

নেত্রকোনার মদনে অভিযান চালিয়ে ৪ মাদক সেবনকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মদন থানায় সোপর্দ করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন, কদমশ্রী গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে মনির খান (৩০), একই গ্রামের শওকত আলীর ছেলে জাকির (২০), বাচ্চু মিয়ার ছেলে রফিক (৩০) ও মাসুদ আলীর ছেলে দীলিপ (৩২)। তাদেরকে সোমবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা প্রতিদিন এলাকায় মাদকের আসর জমিয়ে মাদক সেবন করে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রবিবার অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। অভিযুক্তদের মাদক সেবনরত অবস্থায় পেয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও সেবনের উপকরন জব্দ করা হয়।

মদন থানার এস আই ফয়সাল আহমেদ জানান,’ ৪ জন মাদক সেবনকারীরে আটক করে রবিবার রাতে মদন থানায় সোপর্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পুলিশ আইন ৩৪ ধারায় আটককৃতদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন