সাদুল্লাপুরে ৩৮৭ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেফতার

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ । ২:৩৫ অপরাহ্ণ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে প্রাইভেট কার অভিনব কায়দায় লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিল সহ মুক্তা আক্তার পাখি নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

মাদকের শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপক ভাবে।এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে, র‍্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৩ সেপ্টেম্বর সিপিসি-০৩, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানাধীন ঝাউলার বাজারের পাকা রাস্তার উপর একটি প্রাইভেটকার তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ী মোছাঃ মুক্তা আক্তার পাখি (২২), স্বামী-রিপন ইসলাম, সাং-পশ্চিম সারাডুবি, ডাকঘর: বড়খাতা-৫৫৩০, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন