
চাঁদপুরের কচুয়ায় ৯ নং কড়ইয়া ইউনিয়নের সাং তুলাতুলি পো: মনোয়ারপুর গ্রামের মঙ্গলবার বিকেলে চাঁদপুর করে গিয়ে একই পরিবারের। ৪ জন সদস্য মুসলিম ধর্ম গ্রহণ করেন। মো: আব্দুল্লাহ (পূর্বের নাম: খোকন চন্দ্র সরকার। পিতা: নকুল চন্দ্র সরকার। মাতা: কমলা রানী।
নব মুসলিম মো:আব্দুল্লাহ বলেন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি ঠিকই কিন্তু আমি ছোটকাল থেকে মুসলিম ধর্ম অনেকটাই পছন্দ করতাম মন চায় মুসলিম ধর্মের ছেলেদের সঙ্গে।
মসজিদে গিয়ে নামাজ পড়ি ও মুসলিম ধর্ম পালন করি কিন্তু আমি আমার পরিবারের দিকে তাকিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করতে পারেনি নাবালক থেকে যখন সাবালক হই বিয়ে হয় হিন্দু ধর্মের মেয়ের সঙ্গে সাত বছর সংসার করার পূর্বে আমার মন আর মানছে না আমার একটি ছেলে এবং একটি মেয়ে ও আমার পরিবারসহ। মুসলিম ধর্ম গ্রহণ করেছি।
মুসলিম ধর্মের ভাই ও বোনদের কাছে আমার একটাই চাওয়া আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন আমি যেন সই-শুদ্ধভাবে মুসলিম ধর্ম পালন করতে পারি।