সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবি ব্যাংকের ম্যানেজারের মৃত্যু

মোঃ নজরুল ইসলাম, সখীপুর উপজেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ । ২:২৫ অপরাহ্ণ

টাংগাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবি ব্যাংক (সখীপুর উপ-শাখার) ম্যানেজার রায়হান শিপন (৩৮) মৃত্যুবরণ করেছেন।

যাদবপুর ইউনিয়নের পাহাড় কাঞ্চনপুর গ্রামের মো: নুরু মিয়ার ছেলে রায়হান শিপন।তিনি এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার ম্যানেজার হিসেবে চাকুরীরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রায়হান শিপন সখীপুর উপজেলার পৌরসভার সানবান্ধা গ্রামে তার বোনের শ্বশুর বাড়ীতে ছিল। সকালে গোসল করতে গিয়ে পানির মোটরের সুইচ দিতে গেলে বিদুৎস্পৃষ্ট হয়। দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাদবপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার খবর পেয়ে মৃত রায়হান শিপনকে দেখতে হাসপাতালে ছুটে আসেন।রায়হান শিপনের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন