
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর বাকি অল্প কয়েকদিন। তাই তড়িঘড়ি করে চলছে প্রতিমা তৈরির কাজ। দিন রাত সমানতালে কাজে ব্যস্ত সময় পার করছেনস্ত্রতিমা শিল্পীরা।
পঞ্জিকা অনুযায়ী, আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্ঠমী, ১২ অক্টোবর নবমী ও ১৩ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। এদিন বিসর্জনে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এ উৎসবকে ঘিরে এবার নন্দীগ্রামের ৪৫ টি দূর্গা মন্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিটি পূজা মন্ডপের সামনে আকর্ষণীয় সাজে নির্মাণ করা হচ্ছে একেকটি গেট। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু রং করা বাকি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভাসহ ৫টি ইউনিয়নে মোট ৪৫টি স্থানে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সেগুলো হচ্ছে বুড়ইল,দাসগ্রাম,ধুন্দার,আলাইপুর দক্ষিণপাড়া, আলাইপুর, রনবাঘা, হাটুয়া, সিমলা, পার- নাগরকান্দি, নাগরকান্দি, মুলকুড়ি, মহাকুড়ি, মাটিহাস, গনকপুকুর,কালিকাপুর, নন্দীগ্রাম বারোয়ারী মন্দির, গুন্দইল উত্তরপাড়া,বৈলগ্রাম মোদকপাড়া,গুন্দইল মধ্যপাড়া,পুনাইল, কল্যাননগর,কাথম, চাকলমা, মাটিহাস পূর্বপাড়া, মাটিহাস শিববাড়ী, মাটিহাস মহন্ত পাড়া, মাটিহাস দক্ষিণপাড়া, ছোট কঞ্চি, রাজবিহারী বৃকঞ্চি পাথারীয়া, বৃকঞ্চি দক্ষিণপাড়া, চৌদিঘী, বামনগ্রাম, আমড়া গোহাইল, কয়ারপাড়া, চককয়া, চাঁনপুর উত্তরপাড়া, চাঁনপুর দক্ষিণপাড়া, চাঁনপুর পূর্বপাড়া, থালতা থালতেশ্বরী, হাটকড়ই, মালঞ্চী,নন্দীগ্রাম কলেজ পাড়া, নন্দীগ্রাম রাধাগোবিন্দ মন্দির সহ ৪৫ টি স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নন্দীগ্রাম শাখার সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার বলেন, নন্দীগ্রামে এবার ৪৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করা হবে। আশা করছি প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব সম্পন্ন হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ দৃষ্টি থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।