
জামালপুরের সরিষাবাড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া’র সাথে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদক, চুরি ও ছিনতাই ও জুয়া প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন ওসি।
সরিষাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ চাঁদ মিয়া আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ২৩ সেপ্টেম্বর এ থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। সরিষাবাড়ী থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, চুরি, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশা করি পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ প্রবনতা রোধ করা সহজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম-সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু, নির্বাহী সদস্য কামরুল ইসলাম, সোহেল রানা, সদস্য সোহানুর রহমান সোহান, রাইসুল ইসলাম খোকন, সদস্য সাইদ মাহমুদ সহ প্রমুখ।