
খাগড়াছড়িতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) – সচেতন নাগরিক কমিটি (সনাক) কর্তৃক পরিবেশ বিষয়ক এ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর, ২০২৪) সনাক কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সবার মতামতের ভিত্তিতে মোঃ জাহাঙ্গীর আলমকে সমন্বয়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত করা হয়। সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান জুথি নাথ এবং শ্রাবন্তী চাকমা।
সভায় সভাপতিত্ব করেন সনাক খাগড়াছড়ির সহ-সভাপতি বেলা রাণী দাশ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আবদুর রহমান। আরও উপস্থিত ছিলেন সনাকের সম্মানিত সদস্য মর্তুজা আলম পলাশ, ইয়েস দলনেতা মোঃ সোহাগ, ইন্টার্ন প্রোগ্রামার আরাফাত হোসেন রিজভীসহ অন্যান্য সদস্যগণ।
সভায় সকলের মতামতের ভিত্তিতে চূড়ান্তভাবে এ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের কমিটি গঠনের পর প্রতিনিধিরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। সভার শেষে সনাকের সহ-সভাপতি বেলা রাণী দাশ নবনিযুক্ত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে শুভকামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।