আপনাকে ভোলা সহজ নয়

মোঃমিশিকুল মন্ডল, স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ । ১০:২৬ পূর্বাহ্ণ

আপনি এসেছিলেন বলেই নতুন স্বপ্নে বিভোর ছিলো ক্ষেতলালবাসী
আপনার পদার্পণে প্রাণ ফিরে পেয়েছিলো নিষ্প্রাণ অসহায়ত্ব
আপনার ছোঁয়ায় সোনালী স্বপ্নে ভরেছিলো মাঠ প্রান্তর
আপনি আশার আলো জ্বালিয়ে ছিলেন ক্ষেতলাল বাসীর মনে।

আপনার কর্ম দক্ষতায় আছে হ্যামিলনের বাঁশির সুর
আপনার বিশ্বস্ততায় ফুল ফুটেছিলো নিষ্কণ্টক ক্ষেতলালে।
আপনার ভালবাসায় জেগেছিলো বিধবার মুখে হাসি
বৃদ্ধ পিতার কঙ্কালসার দেহে বল আর সমাজের পিছিয়ে পড়ারা পেয়েছিলো সামনে চলার প্রেরণা।

আপনাকে আমরা ধরে রাখতে পারিনি
আপনার বিদায়ে দু’চোখের জলে ধুয়ে গেছে নতুন স্বপ্নের আলপনা
মুখের হাসিকে গ্রাস করেছে প্রতিহিংসা
আমরা হারিয়েছি নির্ভরতার পরম ঠিকানা।

আপনাকে ভুলে যায়নি ক্ষেতলালবাসী
আপনাকে ভোলা খুব সহজ নয়
আপনি আছেন নিজ হাতের ছোঁয়ায় বদলে দেওয়া প্রতিটা স্পর্শে
আপনি আছেন আর থাকবেন ক্ষেতলালবাসীর মনের মণিকোঠায়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন