ছেলের শশুর বাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতিতে বাবার মৃত্যু

দিলোয়ার হোসেন (মাসুম), কিশোরগঞ্জ :
প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ । ৬:৫৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জের ইটনায় ছেলের শশুর বাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতিতে বাবার মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ওয়ারা গ্ৰামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ওয়ারা গ্ৰামের মৃত তারা মিয়ার ছেলে মো. খোরশেদ মিয়া (৬০)
স্থানীয়রা জানান, কিছুদিন আগে নিহত খোরশেদ মিয়ার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে সকালে নিহত খোরশেদ মিয়াকে ছেলের শশুর বাড়ির লোকজন বাড়িতে ডেকে নিয়ে যায়।

পরে তিনি বেযাবাড়ি থেকে এসে স্থানীয় বাজারের লোকজনকে জানান, তাকে মারধর করেছে বেয়াই বাড়ির লোকজন। এই কথা বলেই মাটিতে লুটিয়ে পড়েন খোরশেদ মিয়া সদস্য মো. রফিক জানান, খোরশেদ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনোয়ার হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন