
সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা, যার মধ্যে চারজন হত্যাকাণ্ড এবং শত শত পাহাড়িদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, তার তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবি জানিয়ে সোমবার সকাল ১১টায় খাগড়াছড়িতে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের আয়োজন করে ‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’।
বিক্ষোভ মিছিলটি সদর উপজেলা মাঠ থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ারে এসে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক হামলা অত্যন্ত সুপরিকল্পিতভাবে সংগঠিত হয়েছে। একগড়ঃড়ৎপুপষব চোর, যার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে, চুরি করে পালাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করে। এই ঘটনা সহিংসতার কারণ হিসেবে ব্যবহৃত হয়ে পাহাড়িদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। হামলা ও গুলিতে চারজন নিহত এবং অসংখ্য পাহাড়ি আহত হয়েছেন। এর পাশাপাশি, পাহাড়িদের শত শত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। বক্তারা বলেন, এই সাম্প্রদায়িক হামলার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করতে হবে, কারণ অতীতে পাহাড়ে গঠিত অনেক তদন্ত কমিশন কার্যকর হয়নি।
সমাবেশে বক্তৃতা দেন ফুটন্ত চাকমা, জনতন চাকমা, উক্যনু মারমা, সুপন চাকমা প্রমুখ। ‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, জেলা সদরসহ বিভিন্ন উপজেলা সদরে একই দাবিতে সংগঠনটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করছে।