খাগড়াছড়ি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ । ৭:০২ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল কর্তৃক ঘোষিত জিরো টলারেন্স নীতির আওতায় মাদকের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রাত প্রায় ৯টায় খাগড়াছড়ি সদর থানার পুলিশ একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালীন পুলিশ স্থানীয় বাস কাউন্টার এর সামনে থেকে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে একটি জব্দ তালিকা মূলে গাঁজাগুলি জব্দ করে।

এ বিষয়ে সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযানের সাথে জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “তরুণ ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আমাদের উদ্দেশ্য হলো এলাকার আইন—শৃংঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং মাদক সন্ত্রাসী কার্যক্রম রোধ করা।”

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন