
মদন উপজেলা পরিষদের সামনে আজ সকালে এক প্রতিবাদ ও দ্রুত গ্রেফতার এবং বিচারে দাবীতে প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা কৃষি অফিস।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ করেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।
জানা যায়, নাটোর সদরে উপসহকারী কৃষি কর্মকর্তা ইসরাত জাহান ইমন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, উপসহকারী মোঃ দিদারুল ইসলাম, গোলাম রব্বানী, মোঃ সাদেক মিয়া, মোঃ সাফায়ত হোসেন প্রমুখ।
বক্ততারা ইসরাত জাহান ইমন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা তদন্ত করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান।