
মদনে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি প্রজেক্ট এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপি “কৃষি মেলা-২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি, নেত্রকোণা, কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া। সঞ্চালনায় করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপপরিচালক( উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি নেত্রকোণা, সাধন কুমার গুহ মজুমদার।
এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, মদন প্রেসক্লাব সদস্য মোঃ মোশাররফ হোসেন ফয়েজ আহম্মদ হৃদয়, মোঃনিজাম উদ্দিন সহ কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।