সখিপুরে মাথার উপর গাছ পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মোঃ হাফিজুর রহমান , বিশেষ প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ । ৬:১১ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখিপুরে মাথার ওপর গাছ পড়ে শাওন আহমেদ (২১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার নলুয়া কানু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাওন চতলবাইদ পশ্চিম পাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে। তিনি দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও মৃত শাওনের স্বজনেরা জানান, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় পাস করার পর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে রোজগারের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শাওন।

এর মধ্যে তিনি গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গতকাল বেলা আড়াইটার দিকে শাওন আহমেদ নলুয়া কানু কার্কেট এলাকায় আকাশমণির বাগানে গাছ কাটতে যান। কুড়াল দিয়ে গাছ কাটার সময় আকস্মিকভাবে গাছটি শাওনের মাথার ওপর পড়ে।
স্থানীয় ব্যক্তিরা গাছের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন