সরিষাবাড়ীতে দুর্গাপূজা শুরুর আগেই পূজা মণ্ডপে পুলিশ মোতায়েন

সাঈদ মাহমুদ, সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি :
প্রকাশের সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ । ৬:০১ অপরাহ্ণ

হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের সরিষাবাড়িতে নিচ্ছদ্র নিরাপত্তা ও উৎসব মুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে পূজা শুরুর ১ সপ্তাহ আগেই পূজা মন্ডপে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া জানান, পূজা মণ্ডপে কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে পুলিশ বাহিনী সোচ্চার রয়েছে। তিনি আরো বলেন, আমরা সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করি এবং ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। এটা শুধু আমি চাইলেই হবে না, আপনাদের সকলকেও চাইতে হবে এবং বিশ্বাস করতে হবে।

কেউ যেনো কোনো অবস্থাতেই উস্কানিমূলক কিছু করতে না পারে। আর উস্কানিমূলক কর্মকান্ডের কোন সংবাদ থাকলে তৎক্ষনাত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবে যে কোনো সংঘাত এড়াতে প্রতিটি পূজা মন্ডপ থাকবে কঠোর নিরাপত্তা ও নজরদারীতে। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানান সরিষাবাড়ি থানার এই ওসি।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন