
মহানবী হযরত মুহাম্মদকে (সা.)-কে নিয়ে ভারতের পুরোহিতের কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ, আইম্মা হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহ’র সংগঠনের নেতৃবৃন্দরা ।
সোমবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় জমইয়াতে হিজবুল্লাহর সভাপতি মাওলানা আঃ মজিদ এর সভাপতিত্বে সরকারি জনতা কলেজ সংলগ্ন লেবুখালী – বাউফল মহাসড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
এসময় তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। তাই আমরা ভারত সরকারের কাছে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর দুমকি’র সভাপতি আব্দুল মজিদ খান বলেন, আমরা এই ধরনের কটূক্তি বন্ধের জন্য কড়া আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। এমন কাজের ফলে, ধর্মীয় সহাবস্থান এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মহানবী (সা.)-কে নিয়ে এই ধরনের কটূক্তিকারী ব্যক্তির শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমাও চাইতে হবে।
এসময় পাঙ্গাশিয়া দরবার শরীফের পীরসাহেব মো: অলিউর রহমান, জমইয়াতে হিযবুল্লাহ’র উপজেলা সাধারণ সম্পাদক মো: আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মো: মজিবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সাইফুল বিন নাসির বক্তব্য রাখেন। এসময় ৫’শতাধিক নেতা, কর্মী ও সমর্থক উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।