একজন শ্রমিক তার পরিবার নিয়ে চলতে পারে সেই ব্যবস্থা করা হোক

মুহাম্মদ সাইদুল ইসলাম, সানাউল্লাহ বিশেষ প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ । ১১:৪৬ অপরাহ্ণ

দোকানদার ভাইয়েরা ব্যবসা করবে যাতে করে চাঁদাবাজের কবলে না পড়ে।

আজ ৭ই অক্টোবর সোমবার বেলা ৩ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর থানা শাখার উদ্যোগে গণ সমাবেশের অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখ চরমোনাই

তিনি বলেন একজন শ্রমিকের বেতন এমন করা হোক যাতে করে সে দুমুঠো ভাত খেতে পারে পরিবারদেরকে নিয়ে।

তিনি আরো বলেন আমরা রাস্তাঘাটে দেখতে পাই ফুটপাতে তারা ব্যবসা শুরু করেছে তাদের কারণে রাস্তায় যানজট লেগে থাকে তাদের জন্য আলাদা মার্কেট করা হোক যাতে তারা স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারে।

আর মা বোনেরা যারা গার্মেন্টসে চাকরি করে তাদের ইজ্জতকে রক্ষা করার জন্য আলেদা ব্যবস্থা করা হোক।

উক্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তিনি বলেন আমরা দীপ্ত শপথ করে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইসলামী আন্দোলনের কমিটি গঠন করবো ইনশাআল্লাহ।

উক্ত গণ সমাবেশে আরো বিভিন্ন নেতৃবৃন্দ গণ বক্তব্য প্রদান করেন।

বক্তব্য শেষে দোয়ার মধ্য দিয়েই শেষ হয় তাদের এই গণ সমাবেশ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন