
‘রহস্য উন্মোচনে বিজ্ঞান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রথমবারের মতো আয়োজন করেছে ‘বিজ্ঞান মেলা – ২০২৪’।
রহস্য উন্মোচনে বিজ্ঞান’ প্রতিপাদ্যে অভূতপূর্ব আয়োজনে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান মেলা। মেলার স্টলগুলোতে শোভা পাচ্ছে প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কারের নানা প্রজেক্ট।
৮ ই অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয় এই মেলা। বিজ্ঞান মেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টলগুলি ঘুরে দেখেছেন আলীকদম জোন কমান্ডার লেঃ কর্নেল শওকাতুল মোনায়েম, পিএসসি, আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাভেদ, পিএসসি, আলীকদম ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ শেহের আলী হায়দার ও আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসিপিএসসি’র শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপস্থাপনায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়, অন্বেষা কলেজিয়েট স্কুল, সেন্ট মেরিস স্কুল, আলীকদম কিন্ডারগার্টেন স্কুলএর শিক্ষার্থীরা।