
দেওয়ানগঞ্জের আব্দুল গণী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হাসমত আলীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক মো. নাদের হোসেন। আজ মঙ্গলবার সকালে।
অভিযোগে তিনি বলেন, সুপার ৬০ হাজার টাকার বিনিময়ে আমাকে শিক্ষক নিবন্ধন সনদ এনে দেয়। এবং ওই সনদের মাধ্যমে আমার কাছ থেকে এমপিওর খরচের কথা বলে আট লক্ষ টাকা ঘুষ নেয়। সহকারী মৌলভী পদে নিয়োগ দানের জন্য। পরবর্তীতে জানা যায় সেই নিবন্ধন সনদ জাল। এবং আমাকে সহকারি মৌলভীর পদ থেকে বাদ দেয়।
এমনকি ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে শারমিন আক্তার নামের একজনকে আমার পদে নিয়োগ দেয় । এমন প্রতারণার কারণ জানতে চাইলে সে জাল নিবন্ধন সনদের মামলার ভয় দেখায়।
এছাড়াও সহকারি মৌলভী একজন, জুনিয়র মৌলভী দুইজন এবং অফিস সহকারী হাবিবুল্লাহ মুরাদকে নিয়োগ দিয়েছে অনিয়ম করে। বাণিজ্য করেছে লক্ষলক্ষ টাকা।
৮ বছর থেকে শিক্ষকদের টিউশন ফি দেয়না। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা সহকারী শিক্ষক আলমগীরের যোগসাজে শতাধিক নিজস্ব মোবাইল ব্যাংকিং একাউন্টে আত্মসাৎ করেছে সুপার। সুপার মাসের পর মাস মাদ্রাসায় অনুপস্থিত থেকে একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন।
ছাড়াও নানা ও নিয়মের অভিযোগ তুলে ধরে জেলা প্রশাসকের তদন্ত কামনা করেন নাদের হোসেন।