
ঈশ্বরদী সাহাপুর ইউনিয়ন বিএনপির সদস্য আবুল হাসেম বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বিশ্বাসের আওতাপাড়াস্থ নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে এই স্মরণসভার আয়োজন করা হয়।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আক্তার আনজাম হোসেন ডন, বিএনপির বর্ষিয়ান নেতা আব্দুর রশিদ সরদার, উপজেলা বিএনপির সহসভাপতি আবু তালেব ফকির,
বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সেন্টু সরদার, বিএনপি নেতা ফজলু মাস্টার,বীর মুক্তিযোদ্ধা ও মুলাডুলি ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউদ্দিন মন্ডল, বিএনপি নেতা কবীর আহমেদ, আবু তালেব, আলাউদ্দিন, মুন্তাজুর রহমান, কাজল, বিপ্লব মেম্বর, রঞ্জু ও মজিবরসহ বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এবার স্মরণসভায় বিএনপির শীষ নেতৃবৃন্দের বক্তব্য ।