মহানবী (সাঃ)’কে কটুক্তির প্রতিবাদে পটুয়াখালীতে জমইয়াতে হিযবুল্লাহর মানববন্ধন

জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালী :
প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ । ৪:১০ অপরাহ্ণ

ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ সা.-কে কটুক্তি করার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসা ও পাঙ্গাশিয়া, বদরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বরিশাল-পটুয়াখালী মহা সড়কের বদরপুর বাস স্ট্যান্ডে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পাঙ্গাশিয়া ইউনিয়ন শাখার সভাপতি, পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ওসমান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওঃ কাজী আলাউদ্দিন , আলী আকবর খান, মাও. মোঃ মামুনুর রহমান, মাও. মুহাম্মদ গোলাম মোস্তফা, মাও. মোঃ নেছার উদ্দীন, মাও. মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তাগন বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে না হলে আমরা ভারত অভিমুখী লংমার্স কর্মসূচি ঘোষণা করবো। এসময় ৫’শতাধিক আলেম ওলামাসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন