৬নং আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের গ্রেফতারের দাবীতে মানববন্ধন পালিত

মো : মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ । ১১:০১ অপরাহ্ণ

৯ অক্টোবর বুধবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে দুর্নীতিবাজ সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে আনিত অভিযোগ তুলে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

শত শত ইউনিয়নবাসীর উপস্থিতিতে বক্তব্য রাখেন ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গুলজার হোসেন, ইউপি সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হক, মোঃ সামসুদ্দিন, সারোয়ার জামান, মোস্তফা হোসেন, নুর আলম, মোঃ রবিউল, মোঃ রফিকুল ইসলাম, মহিলা ইউপি সদস্য আসমা খাতুন, ফারজানা বেগম ও এলাকাবাসী মোঃ সাইফুদ্দিন, মোঃ জহুরুল, মোঃ কালাম, মোঃ আজাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মোস্তফা কামাল ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় সরকারি গাছ কর্তন করে বিক্রি করে টাকা আত্মসাৎ, ভিজিডি কার্ড, মাতৃত্বকালীন কার্ডসহ বিভিন্ন খাতের টাকা দীর্ঘদিন যাবৎ আত্মসাত করেছে।

গ্রাম্য পুলিশকে নিয়োগ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা সাধারন গ্রামবাসীর কাছে হাতিয়ে নিয়েছে। মেম্বারদের নিকট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজে অবৈধভাবে অর্থের চাপ দিয়ে টাকার ভাগ নিয়েছেন। আমরা তার বিচার ও দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।

মানববন্ধনে এলাকার মোঃ আব্দুল আজিজ বলেন, আমার কাছে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সাড়ে ৪ লক্ষ টাকা নিয়েছেন আমাকে গ্রাম্য পুলিশ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। আমার চাকুরীও হয়নি এবং আমার টাকাও ফেরত দেননি। আমরা তার বিরুদ্ধে আইনগত বিচারসহ শাস্তি দাবী করছি।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন