
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় হাতিয়া উপজেলার নাঈম প্লাজার দ্বিতীয় তালায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হাতিয়া উপজেলা শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নাঈম প্লাজা থেকে একটি র্যালী বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদর্শিত করে আবার সেখানে এসে শেষ হয়।
এডভোকেট ফজলে আজিম তুহিন এর সভাপত্বিতে উক্ত আলোচনা সভায় ও র্যালীতে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবতায়ন সংস্থার হাতিয়া উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক রফিক উল্যাহ সিদ্দিকী, যুগ্ম-সাধারণ মোঃ আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমাল হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন ভূঁঞা, সদস্য অধ্যাপক হাসান মাহমুদ, সদস্য অধ্যাপক কানুলাল নাথ, সদস্য জামাল উদ্দিন আহম্মেদ বাহার সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তব্যে বক্তারা বলেন, দেশের সব সেক্টরেই আগে দুর্নীতি ছিল । আমরা কিছুই করতে পারিনি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে উৎকোচ ছাড়া কোনো কাজ করা সম্ভব হয় না। যার কারণে মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে । নারী নির্যাতনসহ সকল নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সকলের সমঅধিকার প্রতিষ্ঠায় বিদ্যমান সীমাবদ্ধতাকে জয় করার মধ্যদিয়ে আমাদের কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখাই মানবাধিকার।
দুঃখের বিষয়, একবিংশ শতাব্দীতে ও বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগেও বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় প্রতিনিয়ত আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে। যেখানে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানেই মানুষের অধিকার রক্ষায় মানবাধিকার কর্মীদের ভূমিকা রাখতে হবে। মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য।
জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় দলমত নির্বেশেষে আরও সোচ্চার হতে হবে। বিশ্বের শোষিত-নিপীড়িত মানুষের ন্যায়সঙ্গত সংগ্রামে আমাদের সংহতি রয়েছে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল প্রকারের নির্যাতিত-অবহেলিত মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।