মদন উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন বিএনপির নেতৃবৃন্দ

মদন-নেত্রকোণা প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ । ২:৫১ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সুন্দর সাবলীল ও নির্বিঘ্নে উৎযাপন উপলক্ষে জেলার মদন উপজেলা ১৩ টি মন্ডপের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বুধবার সন্ধ্যায়, জাহাঙ্গীর পুর বৈশ্য পাড়া শ্রী রাম মন্দির প্রাঙণে বাবু সুকোমল বৈশ্য সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাবু জীতেশ বৈশ্যর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপি সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদির।

এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন আহমেদ সেকুল, সাবেক বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম লালু, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, উপজেলা ছাত্র দলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান, পৌর যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক,সাবেক পৌর যুবদলের সদস্য সচিব, এনামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, পৌর ছাত্র দলের আহবায়ক, মাহমুদ রহমান মিটুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন