ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী টিএস অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
প্রকাশের সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ । ৯:৩৪ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিলাই ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাতে ইসলামীর তিলাই ইউনিয়ন শাখার কর্মী টিএস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ই অক্টোবর) সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত তিলাই উচ্চ বিদ্যালয় এর হলরুমে এ কর্মসূচি  অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা জামাতের আমির আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা  সেক্রেটারি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। আলোচনা করেন উপজেলা জামাতের বাইতুল মাল আবু সাঈদ, মাওলানা মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ নুরুজ্জামান। এতে তিলাই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টি এস শেষে উপজেলা জামাতে আমিরের নেতৃত্বে ধামের হাট বটতলা মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করে কর্মসূচি টি শেষ করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন